Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

ঝালকাঠিতে তিন দিন ব্যাপী জগদ্ধাত্রী পূঁজা অনুষ্ঠিত

নভেম্বর ১০, ২০১৬
উৎসব, ঝালকাঠি, ধর্ম
No Comment

jhalokhthi_110185

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতাঃ সনাতন ধর্মাবলম্বিদের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূঁজার তিন দিন ব্যাপী অনুষ্ঠান বৃহস্পতীবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ উপলক্ষে জেলা সদরে চারটি সহ ঝালকাঠিতে ২০টি পূজাঁ মন্ডপ স্থাপিত হয়। মঙ্গলবার ষষ্ঠি পূজাঁর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার সস্তমী, অষ্টমী ও নবমী বিহীত পূঁজা অনুষ্ঠিত হয়। দশমী বিহিত পূঁজার পরে দর্পন বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। হিন্দুদের বিশ্বাস মতে জগদ্ধাত্রী দেবী দূর্গার আর এক রূপ, তবে জগদ্ধাত্রী দেবী দুর্গার মত সিংহ বাহিনী হলেও এখানে তিনি দশভূজা নন, চতুর্ভূজা।