Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ২২ জানুয়ারি, ২০১৯

গাজীপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

অক্টোবর ৩, ২০১৭
গাজীপুর, ভ্রাম্যমান আদালত
No Comment


নিজস্ব প্রতিবেদক : প্রশ্ন ফাঁসের অভিযোগে গাজীপুরের একটি কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের জোড়পুকুর এলাকায় ‘শিক্ষাঙ্গন কোচিং সেন্টার’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বিএম কুদরত-এ- খোদা জানান, ওই প্রতিষ্ঠান থেকে প্রাইমারীর সমাপনীর (পিইসি) মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তকে পাওয়া যায় নি। কোচিং সেন্টারটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।