Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

গাজীপুরে পোশাক শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধ ঃ ভাংচুর

সেপ্টেম্বর ১৩, ২০১৩
অর্থ বাণিজ্য
No Comment

দর্পণ রিপোর্ট ঃ  গাজীপুরে এক পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতা পরিশোধের দাবীতে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এসময় তারা কয়েকটি গাড়ী ভাংচুর করেছে।
গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুর সদরের ছয়দানা হাজীর পুকুরস্থিত ঈস্ট ওয়েস্ট ইন্ডাষ্ট্রিয়াল পার্ক নামের পোশাক কারখানার প্রায় সাড়ে ৬ হাজার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের পূর্ব নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিন প্রায় ৫ হাজার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হলেও তিনটি ফ্লোরের প্রায় ১হাজার ৪শ’ শ্রমিকের পাওনাদি পরিশোধ করা হয় নি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকরা বেতন ভাতা পরিশোধের দাবীতে বিক্ষোভ করতে থাকে এবং রাত পর্যন্ত কারখানা এলাকায় অবস্থান করে। এসময় কারখানা কর্তৃপক্ষ আগামী রবিবার অবশিষ্ট শ্রমিকদের পাওনাদি পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা আরো বিক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে সড়ক অবরোধ করে এবং কয়েকটি গাড়ী ভাংচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের ওপর থেকে অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় এক ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। সড়ক অবরোধের কারনে উভয় দিকে শতাধিক যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।