গাজীপুরে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্টে এসপি একাদশ চ্যাম্পিয়ন
গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুরে পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে পুলিশ সুপার একাদশ অতিরিক্ত পুলিশ সুপার একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক, পুলিশের ঢাকা স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর শহিদুল হক, অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, কিশোরগঞ্জ জেলার এসপি মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ প্রমুখ।
এর আগে একই মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টে পুলিশ সুপার একাদশ গাজীপুরের সাংবাদিক একাদশকে ৪-০ গোলে পরাজিত করেন।
এদিকে দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন করেন।