Pages

Categories

Search

আজ- রবিবার ১৬ জুন ২০১৯

গাজীপুরে পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে ব্যাবসায়ী ছেলে ও এক স্কুল ছাত্র নিহত

গাজীপুর দর্পণ রিপোর্ট: গাজীপুরে পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে বৃহস্পতিবার পানিতে ডুবে মারা গেছে এক ব্যাবসায়ী ও তার ছেলের বন্ধু। নিহতরা হলোÑ গাজীপুর পূবাইলের বারইবাড়ি এলাকার বাটারফ্লাইয়ের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মো. নজরুল ইসলাম ও তার ছেলের বন্ধু উত্তরা হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্র রাকিব হোসেন।

জানাগেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ব্যবসায়ী মধুমিতা রোডের বাটার ফ্লাই শোরুমের সত্ত¡াাধিকারী মো.নজরুল ইসলামের পিতার মৃত্যু বাষির্কী পালন উপলক্ষে বৃহস্পতিবার আত্বীয় ¯^জনরা পূবাইলের বারইবাড়ি এলাকার গ্রামের বাড়িতে আসেন। দুপুরে কয়েক বন্ধুদের সঙ্গে নজরুলের স্কুল পড়ুয়া ছেলে বাড়ির পাশের বিলে নৌকায় হড়ে বেড়াতে যায়। তারা বিলের মাঝখানে গেলে হঠাৎ নৌকাটি পানিতে তলিয়ে যায়। পানিতে তলিয়ে যাওয়ার সময় নৌকারোহীদের ডাক চিৎকারে নজরুল ইসলাম তাদের উদ্ধার করতে এগিয়ে যায়। এসময় নৌকারোহীরা বাঁচার জন্য নজরুলকে জড়িয়ে ধরে এবং কয়েকজন সাঁতরে পাড়ে উঠে আসে। এতে পানিতে ডুবে নজরুল ও তার ছেলের বন্ধু রাকিব মারা যায়। এলাকাবাসি নজরুল ও রাকিবসহ অন্যান্যদের উদ্ধার করে। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নজরুল ইসলাম পূবাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আলী হোসেনের ছোট ভাই।