Pages

Categories

Search

আজ- শনিবার ১৭ নভেম্বর ২০১৮

গাজীপুরে তুরাগে লাফ দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ডিসেম্বর ২০, ২০১৬
অপমৃত্যু, গাজীপুর
No Comment

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরqo1 সিটি করপোরেশনের কড্ডা ব্রিজ থেকে লাফ দিয়ে তুরাগ নদে ডুবে শামীমা আক্তার লিমা (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা পৌণে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার লিমার কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে কোনাবাড়ী এমএ কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় বাসিন্দা অমর মাস্টার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী বেলা পৌণে ১২ টার দিকে কড্ডা ব্রিজে আসে। এসময় হঠাৎ ব্রিজের উপর থেকে লাফ দিয়ে তুরাগ নদে ডুবে যায়। পরে স্থানীয়রা খুজাখুজি করে প্রায় ঘন্টা পর তুরাগ নদে পানির নিচ থেকে শামীমা আক্তার লিমাকে উদ্ধার করে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোনাবাড়ী এম এ কুদ্দুছ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজগর আলী জানান, নিহত শামীমা আক্তার লিমা আমাদের স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার স্কুল বন্দ ছিল। সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, এলাকাবাসী ওই স্কুল ছাত্রীকে তুরাগ নদ থেকে উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।