Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৫ জানুয়ারি, ২০১৯

গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আইন শৃঙ্খলা কমিটিতে সিদ্ধান

অক্টোবর ৯, ২০১৭
আইন- আদালত, গাজীপুর, শীর্ষ সংবাদ
No Comment


গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আইন শৃঙ্খলা কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা আইন – শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিতাত গ্যাসের অবৈধ সংযোগ বন্ধের এই সিদ্ধান্ত হয়।
গাজীপুরের  জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে জেলা আইন – শৃঙ্খলা কমিটির মাসিক সভা সকাল দশটায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। সভায় জয়দেবপুর – টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ পর্যন্ত সড়কে এলোপাতারি যানবাহনের কারণে সাধারন মানুষের দুর্ভোগ নিরসনের সিদ্ধান্ত হয়।
সভা সুত্রে জানা যায়, গাজীপুর জেলার শিল্প এলাকার শিল্প কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অর্থনীতির চাকা থেমে যাবে। সভায় উদ্বেগ প্রকাশ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর প্রতিনিধিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে পদক্ষেপ নিতে জেলা প্রশাসক নির্দ্দেশ দিয়েছেন।
সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান আইন শৃঙ্খলার বিষয় তুলে ধরেন।
সভায় গাজীপুরের  জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে জেলা প্রশাসনের সিদ্ধান্তের কথা জানান। সভায় মাদক রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব সহ বিভিন্ন সংস্থাকে তৎপর হতে বলা হয়েছে। বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালত তদারকি করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দ্দেশ দেন। জেলা এবং মহানগরের বিভিন্ন সড়কে অবৈধ দোকানপাট ও স্থাপনা সড়াতে মোবাইল কোর্ট পরিচালনায় সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।