গাজীপুরে তালা কেটে চার মুদি দোকানে চুরি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় হাজী তাইজ উদ্দিন মার্কেটের চারটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ওই মার্কেটের চারটি মুদি দোকানের সাটারের তালা কেটে মালামাল নিয়ে যায় চুরেরা। চুরি হওয়া দোকান গুলো হলো- রাজবাড়ী ষ্টোর-২, শহীদ ষ্টোর ও বিসমিল্লাহ ষ্টোর। অপর এক দোকানের নাম জানা যায়নি।
‘রাজবাড়ী ষ্টোর-২’ এর সত্ত¡াধিকারী স্বপন চন্দ্র ঘোষ জানান, তিনি শ্রীপুর উপজেলার চিনাশুখানিয়া গ্রামের বাসিন্দা। বাঘের বাজার এলাকার আশরাফুল আলমের বাড়িতে ভাড়া থেকে ওই এলাকায় মুদি ব্যবসা করেন। তিনি মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর, পরদিন সকালে খবর পান তার দোকানে চুরি হয়েছে। ঐ রাতে কোন এক সময় তার দোকানের সাটার কেটে ক্যাশ বাক্সে থাকা ৫ হাজার টাকা ও ৩৭ হাজার ২৮০ টাকা মূল্যের সিগারেট চুরি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল হক এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।