Pages

Categories

Search

আজ- বুধবার ১৪ নভেম্বর ২০১৮

গাজীপুরে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে মতবিনিময়

অক্টোবর ২৫, ২০১৫
অধিকার, গাজীপুর মহানগর, মিডিয়া
No Comment

গাজীপুর দর্পণ রিপোর্ট:
জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম। জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাতের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোহাম্মদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক সভাপতি নাসির আহমেদ ও মুকুল কুমার মল্লিক, দেলোয়ার হোসেন, শরীফ আহমেদ শামীম প্রমুখ।