Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

গাজীপুরে ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১০: গ্রেফতার ৪

অগাষ্ট ২৬, ২০১৩
গাজীপুর, গাজীপুর সদর
No Comment

b66120121110192233গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ডিস ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রæপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারদাগঞ্জ এলাকার মোস্তফা কামাল ও আশরাফুল আলম আশকরের সাথে দীর্ঘ দিন ধরে ডিস ব্যবসার এলাকা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে গতকাল উভয়পক্ষে সারদাগঞ্জ হাজী মার্কেট  পুকুরপাড়  এলাকায় একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে একতরফা সিদ্ধান্ত দিলে মোস্তফা কামাল বিচার না মেনে বৈঠক থেকে  চলে গেলে প্রতিপক্ষ লোকজন মোস্তফাকে মারধর করে। সে দৌড়ে বাড়িতে চলে গেলে তার প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা চালিয়ে আবারও মারধর করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ক্যাম্প পুলিশ মোস্তফার ৪ জন আতীœয়কে গ্রেফতার করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। গ্রেফতারকৃতরা হলো- রহমত উল্লাহ, রুহুল আমিন, জাকির ও আকতার হোসেন।