Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

গাজীপুরে ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু

দেবেশ মল্লিক : গাজীপুর সিটি করর্পোরেশনের পশ্চিম বিলাসপুর এলাকার ডাস্টবিনে বাজারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসী কয়েক ঘন্টা বয়সী মেয়ে নবজাতকটি কুকুরের মুখ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় জালাল উদ্দিন মাস্টার স্কুলের আয়া শাহনাজ পারভীন জানান, তিনি দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরেন। এসময় তার বাড়ির পাশে জালাল মার্কেটের সামনে ডাস্টবিনে বাজারের ব্যাগে থাকা নবজাতকটিকে একটি কুকুর কামড়ে খাওয়ার সময় বাচ্চটি কান্না শরু করে। পরে বাচ্চাটিকে কাপড়ে পেঁচিয়ে দ্রæত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোয়া তিনটার দিকে শিশুটি মারা যায়। কুকুর শিশুটির কোমড়েরর নীচ থেকে কিছু অংশের মাংস খেয়ে ফেলেছিল। তার ধারণা জন্মের কয়েক ঘন্টা পর বাজারের ব্যাগে ময়লার সঙ্গে শিশুটিকে ভরে কেউ ওই ডাস্টবিনে অগোচরে ফেলে রেখে গেছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, শিশুটি অপুষ্ট ছিল এবং কয়েক ঘন্টা বয়সি ছিল।