গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা রেল ক্রসিং এলাকায় ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহতের পড়নে কালো প্যান্ট ও খয়রী রংয়ের জ্যাকেট রয়েছে।
জয়দেবপুর রেল জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: দাদন মিয়া জানান, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভান্নারা রেল ক্রসিং এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ওই যুবকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।