গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের নিকট অভিযোগ
গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে পাঁচ অপপ্রচারকারীকে আইনের আওতায় আনতে গাজীপুরের পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন জানানো হয়েছে। বুধবার বিকেলে প্রতিকার চেয়ে এই আবেদন জানানো হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফাহিম খন্দকার শ্রীপুর উপজেলার র্টেরাং গ্রামের লাবিব উদ্দিন সিদ্দিকের পুত্র। তার বিরুদ্ধে শ্রীপুর এলাকার একাট গ্রুপ সুপরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। ফাহিম খন্দকার জানান, দ্রুতই গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি হবে। আমি জেলা ছাত্রলীগের আগামী কমিটির সম্ভাব্য সভাপতি বা আহবায়ক। প্রতিপক্ষ বিষয়টি বুঝতে পেরে ভুয়া আইডি খুলে সামাজিক ভাবে আমি এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন ও অপদস্ত করার জন্য একটি মহল সুপরিকল্পিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার করে আসছে। আমার দৃষ্টিগোচর হওয়ার পর আমি অপপ্রচারকারীদেরকে নির্ভৃত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। কিন্তু তারা দেখে নেবে বলে হুমকি ও অপপ্রচার অব্যাহত রাখে। তাদেরকে চিহ্নিত করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করবো।