Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮

গাজীপুরে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

জুলাই ৩, ২০১৫
আইন- আদালত, কালিয়াকৈর, মাদক
No Comment

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে পুলিশ ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লার বুড়িচং উপজেলার চালাকচুরা গ্রামের সুলতান মিয়ার ছেলে মোস্তফা কামাল (২৮), একই জেলার কতোয়ালী থানার গুদুইর গ্রামের মৃত রহুল আমিনের ছেলে আরিফুজ্জামান (২৭), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পারদিঘি গ্রামের আমির হোসেনের ছেলে নবীনুর রহমান (২৫)।

মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, দোকানপাড় এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে পৌছে দেওয়ার জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে তিন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অপেক্ষা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের দেহ তল্লাশী করে ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।