গাজীপুরে ইম্পো এ্যাঞ্জেলস্ স্কুলের এক লাখ ৪০ হাজার টাকার মেধা বৃত্তি প্রদান
গাজীপুর দর্পণ রিপোর্ট ঃ গাজীপুর মহানগরের ইম্পো এ্যাঞ্জেলস্ স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ, বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সোমবার বিদ্যালয় প্রাঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার সোলায়মানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কমিশনার মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী তাপস কুমার সরকার, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ইকবাল সিদ্দিকী, মেজবাহ উদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক সালমা খানম প্রমূখ। অনুষ্ঠানে ৪৩ জন শিক্ষার্থী বিদ্যালয়ে শতভাগ উপস্থিত হওয়ায় হাজিরা পুরস্কার সহ মোট এক লাখ চল্লিশ হাজার টাকার মেধা বৃত্তি প্রদান করা হয়।