গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ
গাজীপুর দর্পণ রিপোর্ট:
গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পানিতে ভাসমান অবস্থায় শনিবার সকালে অজ্ঞাত(২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পড়নের ছিল একটি হাফ প্যান, গলায় একটি কালো রংয়ের সুতা।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বাইমাইল এলাকায় পর্বত অটো ব্রিকস নামক একটি ইটভাটার পাশে কচুরী পানার সাথে ওই যুবকের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি নিচ্ছে।
জয়দেবপুর থানাধিন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, লাশ পানিতে থাকায় নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে কি না বলা যাচ্ছে না। তবে লাশটি ৩-৪ দিন আগের কচুরী পানার সাথে তুরাগ নদ থেকে ৩-৪শ’গজ পশ্চিমে ভেসে এসেছে। লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে।