Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি


গাজীপুর দর্পণ রিপোর্ট : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর জেলা ও মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীন, শাহ রিয়াজুল হান্নান, কাজী মাহবুব উল হক গোলাপ, আব্দুল মোতালেব, অধ্যাপক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এসকে জবিউল্লাহ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, যুবদল নেতা প্রভাষক বশির উদ্দিন, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাখাওয়াৎ হোসেন সেলিম, সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবীর রাজু, বিএনপি নেতা কুতুব উদ্দিন, মনিরুজ্জামান খান লাভলু, মহিলা দলনেত্রী আনোয়ারা বেগম, জান্নাতুল ফেরদৌসি, গোলনাহার, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, জিয়াউল হক স্বপন, হারুন অর রশীদ, সাজ্জাদুর রহমান মামুন, ইঞ্জিনিয়ার শামীম, তাইজুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর হাজারী, বাপ্পী দে, শরীফ আজাদ, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মোনায়েম খন্দকার, বেলায়েত হেসেন মোড়ল, নূরুল ইসলাম, সাইদুল আলম মামুন, শফিকুল ইসলাম শফি, জাকারিয়া সরকার হিমেল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।