খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঝালকাঠিতে যুবদলের প্রতিবাদ
ঝালকাঠি সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ঝালকাঠিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার বেলা ১২টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, জেলা যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও মিজানুর রহমান মুবিন।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামীলীগ হামলা চালিয়েছে দাবি করে, দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।
এ ঘটনা নিয়ে সরকারের মন্ত্রীদের নাটকিয় বক্তব্যের সমালোচনা করেন বক্তারা।