Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৪ মে ২০১৮

কেয়ার ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় অবহিতকরণ সভা

অক্টোবর ১৪, ২০১৫
উন্নয়ন সংবাদ, এনজিও, গাজীপুর মহানগর
No Comment

SAMSUNG CAMERA PICTURES
গাজীপুর দর্পণ রিপোর্ট: দুর্যোগের প্রস্ততি গ্রহন, ঝুঁকি প্রশমন এবং দুর্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণে করণীয় বিষয় নিয়ে সিটি কর্পোরেশনের সভা কক্ষে আন্তর্জাতিক এনজিও  কেয়ার বাংলাদেশ ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্যা আরবান পুওর প্রকল্পের আওতায় নগরে বসবাসরত নাগরিকদের ঝুকিহ্রাস বিষয়ক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, সাংবাদিক ও দুর্যোগ প্রশমনে কাজ করে এমন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।