কিশোরগঞ্জে ট্রাকসহ ১০০ কেজি গাঁজা উদ্ধার
জেলার কুলিয়ারচরে ট্রাকসহ ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাজরা বাসস্ট্যান্ড থেকে শনিবার সকাল সোয়া ১১টার দিকে ট্রাক ও গাঁজা জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকভর্তি ১০০ কেজি গাঁজাসহ ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। এ সময় গোপনে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ভৈরব দুর্জয় মোড়ে ট্রাকটি আটকের জন্য অবস্থান নেয়। তেরপল দিয়ে ঢাকা একটি ট্রাক দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ট্রাক থামাতে চালককে সংকেত দিলেও তা না মেনে পালাতে থাকে। পরে পুলিশ কটিয়ায়াদি ও কুলিয়ারচর থানাকে বিষয়টি জানায়। কুলিয়ারচর থানা পুলিশ কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বাজরা নামক বাসস্ট্যান্ডের কাছে ধাওয়া দিলে রাস্তায় ট্রাক রেখে চালক পালিয়ে যায়। এ সময় ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাক ও গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান জানান, ট্রাক ও গাঁজা উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।