কাশিমপুর কারাগারের এক কয়েদির মৃত্যু
গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহতের নাম জাহিদ হোসেন (৪২)। তিনি ঢাকার ফকিরাপুল এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ তরিকুল ইসলাম জানান, জাহিদ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।
জেলার আরো জানান, জাহিদ ১৯৯৯ সালের একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। ২০০৯ সাল থেকে তিনি এ কারাগারে ছিলেন।