Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯

কালীগঞ্জে মদাতী ইউনিয়নের ব্যালট ছিনতাইয়ের চেষ্টা : ৩ জনের জেল

Desktop_(246)[1]

রাহেবুল ইসলাম টিটুল কালীগঞ্জ প্রতিনিধি ।

 

লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক ছয় জনের মধ্যে তিন জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে লালমনিরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, মদাতী ইউনিয়নের মদাতী গ্রামের সোবহান মিয়ার ছেলে লুৎফর রহমান (৪৫), মোজাফফর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও গাগলা গ্রামের ওসমান গনির ছেলে আবুল কাসেম (৫৫)।একই উপজেলার নওদাবাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে শৈলমারী কালীকাপুর গ্রামের আজি মামুদের ছেলে মহির উদ্দিন (৫৫), কাছির উদ্দিনের ছেলে সৈয়দ আলী (৫৫) ও জব্বর আলীর ছেলে রাহেনুর রহমানকে (৩২) আটক করা হয়।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান  জানান, পৃথক ঘটনার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাকি তিনজনকে আবারো ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে বলেও জানা তিনি।Desktop_(246)[1]