Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯

কালীগঞ্জে বিএনপির মত বিনিময় সভা

মার্চ ৪, ২০১৬
কালীগঞ্জ, নির্বাচন, রাজনীতি
No Comment

Untitled-1_copy[1]

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর  জেলার কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তুমলিয়া, নাগরী, বক্তারপুর ও জাংগালীয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও নেতাকর্মীদের বিএনপির মত বিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লার  সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হুুমায়ুন কবির মাষ্টার, কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলম, বিএনপি মনোনীত তুমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রহিম সরকার, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রফিজুল ইসলাম দর্জি ও জাংগালীয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নেছার আহম্মেদ নুহু।
এ সময় অন্যান্যের মাঝে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মেদ মৃধা, যুগ্ন সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আহসান মিন্টু, থানা যুবদল সভাপতি মো. মাসুদ রানা, থানা সেচ্ছাসেবক দল সভাপতি আঃ বাছেদ বাচ্চু মিয়া, টংগী সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, তুমলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন আকন্দ, এড. নাজমুল হক চৌধুরী বিপ­ব, আলমগীর হোসেন স্বপন, আফাজ উদ্দিন আফা, থানা ছাত্রদল সভাপতি মো. ইয়াছিন মোল­া, তুমলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, ফজলুর রহমান আকন্দ ও শওকত আকবর প্রমুখ।