Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

কালীগঞ্জে বাস চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

এপ্রিল ৩, ২০১৬
অপমৃত্যু, কালীগঞ্জ, দূর্ঘটনা, সড়ক
No Comment

accidentনিজস্ব প্রতিবেদক: 

জেলার কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া নামস্থানে যাত্রীবাহী একটি বাসের চাপায় মিনহাজ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে নার্সারী ক্লাসের ছাত্র এবং তুমলিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মনিরুজ্জামান জানান, দুপুরে নরসিংদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের (পিপিএল) যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪৫০৭) কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে তুমলিয়া নামকস্থানে পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ীর পেছনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পরে বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে এবং ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন। পরে আটক বাসটি পুলিশ থানা হেফাজতে নিয়ে যায়।