Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ২, ২০১৩
কালীগঞ্জ
No Comment

কালীগঞ্জ  প্রতিনিধি ঃ সারা দেশের মতো গাজীপুরের কালীগঞ্জে “সমবায়ে সামাজিক নিরাপত্তা” প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে  উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি র‌্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মধু  সূদন রায়। অনুষ্ঠানে কালীগঞ্জের শতাধীক সমবায় উদ্যোগতা অংশগ্রহণ করেন।