কালীগঞ্জে গাছ থেকে তাল পড়ে শিশু শিক্ষার্থী আহত : অভিভাবকদের তোপেরমূখে গাছ কাটালেন ইউএনও
গাজীপুর দর্পণ রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জে গাছ থেকে তাল পড়ে প্লে শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবকদের তোপের মূখে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের ওই তাল গাছ কাটাতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ওই তাল গাছ কেটে ফেলার কথা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের। তবে ওই কর্মকর্তা জানান, যথাযথ নিয়মনীতি অনুসরণ করেই ওই গাছ কাটা হয়েছে এবং গাছ বিক্রির সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।
জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও’র তত্ত্বাবধানে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিশুমেলা আইডিয়াল স্কুল পরিচালিত হয়ে আসছে। স্কুলের ও পুকুর পাড়ে ১৫/২০ বছরের পুরনো দু’টি তাল গাছ রয়েছে। ভাদ্র মাসে গাছ থেকে পাকা তাল পড়ে শিক্ষার্থী আহত হওয়ার আশংকায় গাছগুলো কেটে ফেলার জন্য অভিভাবকগণ ইতোপূর্বে একাধিকবার ইউএনওকে অনুরোধ জানায়। কিন্তু শুধুমাত্র শোভা বর্ধণের কথা চিন্তা করে গাছ দু’টি কাটা হয়নি। অবশেষে গত বৃহস্পতিবার গাছ থেকে তাল পড়ে ওই স্কুলের প্লে শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। আর এ ঘটনায় অভিভাবকদের তোপেরমুখে পড়েন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। তিনি অভিভাবকদের ওই তাল গাছগুলো কেটে ফেলার আশ্বস্ত দেন। এ নিয়ে সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুমতি নিয়ে সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওই তাল গাছ দুটি কেটে ফেলা হয়। গাছ কেটে ফেলার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি আসে।