কালিয়াকৈরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম রিমা আক্তার রুমা (১৮), টাঙ্গাইল ধনবাড়ি এলাকার করিম মিয়ার ছেলে সুজন মিয়ার স্ত্রী।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ জানান, রিমা আক্তার তার স্বামীর সাথে কালিয়াকৈর বোর্ডমিল পূর্বপাড়া এলাকায় নাজমা বেগমের বাড়িতে বাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন। বুধবার রাতে স্বামীর সাথে ঝগড়া করে রিমা আক্তার। পরে রাতে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশকে বিষয়টি না জানিয়ে দাফনের চেষ্টা করলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুজন মিয়া পলাতক রয়েছে।