Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

কালিয়াকৈরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এপ্রিল ১৩, ২০১৭
অপমৃত্যু, কালিয়াকৈর
No Comment


গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং অপরজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আল আমিন (২২)। তিনি কালিয়াকৈর উপজেলার চরবাজার এলাকায় সামসুল হকের ছেলে। এ ঘটনায় মোটর সাইকেল চালক এনামুল হক সারোয়ার ( ৩৫) আহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের হাড়ভাঙ্গা এলাকার আব্দুল সোবাহানের ছেলে এবং মনিকগঞ্জে কর্মরত পুলিশ সদস্য।

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, আল আমিনকে সঙ্গে নিয়ে এনামুল হক সারোয়ার মোটর সাইকেল চালিয়ে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। সফিপুর দোকানপাড় এলাকায় পৌঁছলে সকাল সোয়া ১১টার দিকে একইগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু এবং এনামুল হক সারোয়ার গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় এবং এনামুল হক সারোয়ারকে উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আল আমিন কালিয়াকৈর ডিগ্রী কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।