কালিয়াকৈরে ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত-২
গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারি আহত হয়েছে। রোববার সকালে কালিয়াকৈর হাইটেক পার্কের ভেতর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
আহত চালকের নাম মো: করিম (৫০)। তিনি শেরপুরের ঝিনাইগাতি এলাকার রাংতিয়া এলাকার মেছের শেখের ছেলে। আহত ট্রাকের সহকারির পরিচয় পাওয়া যায় নি। আশংকাজনক অবস্থায় তাদের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে বালি বোঝাই একটি ট্রাক হাইটেক পার্কের ভেতরের রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় দ্রæতগতির একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি রেল লাইনের পাশে পড়ে যায় এবং সামনের অংশ দুমরে মুসরে যায়। এতে ট্রাকের চালক ও সহকারি আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।