Pages

Categories

Search

আজ- সোমবার ১৮ ফেব্রুয়ারি ২০১৯

কালিয়াকৈরে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ১০শ্রমিক দ্বগ্ধ

মঞ্জুর হোসেন মিলন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফ এস কসমেটিক্স লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এঘটনায় কারখানায় কর্মরত কমপক্ষে ৯জন শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

কারখানা শ্রমিকরা জানায়, ওই কারখানায় মঙ্গলবার বিকালে ৩৫ জন শ্রমিক কাজ করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয় এবং কারখানায় ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় দৌঁড়ে কয়েকজন বের হয়ে গেলেও বেশ কয়েকজন শ্রমিক কারখানায় আটক পড়ে দগ্ধ হন। এ পর্যন্ত ৯জনকে উদ্ধার স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম জানান, এপর্যন্ত জন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় এপর্যন্ত ৯ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কিছু অংশ পুড়ে গেছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।