কাপাসিয়ায় বিধবাকে ধর্ষণের পর হত্যা: আটক দুই
মোঃ আঃ কাইয়ুম : গাজীপুরের কাপাসিয়ায় গত মঙ্গলবার রাতে ধর্ষণের পর সেলিনা বেগম ওরফে ফালানী(৫২) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কড়িহাতা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকালে খবর পেয়ে থানা পুলিশ শ্রীপুর গ্রামের আমিরের টেক থেকে এক মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ফালানী ওই গ্রামের মৃত মুস্কুত আলীর মেয়ে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী নাসিমা জানান, নিহত বিধবা ও নিঃসন্তান ফালানী বাপের বাড়িতে একটি ঘরে একাই থাকত। তিনি আরো জানান, বেশ কয়েকমাস যাবত একই এলাকার লোকমান হোসেনের পুত্র রাজিব (২২) এবং মৃত ইসমাইলের পুত্র ফালু ওরফে বোরহান প্রায় সময়ই ফালানীকে উত্যক্ত করত। এ নিয়ে সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দেয়া হয়। মঙ্গলবার রাতেও প্রতিদিনের মতোই নিজঘরে ঘুমিয়ে ছিল ফালানি। কিন্তু আজ সকাল নয়টার দিকে এলাকাবাসী তাকে খোঁজতে গিয়ে দরজা খুলে বিবস্ত্র, হাত ও মুখ বাধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এস আই মনির হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরত হালে ধর্ষণের পর শ^াসরোধ করে হত্যার প্রাথমিক আলামত পেয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রাজিব ও ফালুকে গ্রেফতার করেছে । নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।