Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

কাপাসিয়ায় ঝড়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি, বজ্রপাতে এক যুবকের মৃত্যু

জুন ১০, ২০১৫
অপমৃত্যু, কাপাসিয়া, দূর্ঘটনা
No Comment

অধ্যাপক শামসুল হুদা লিটন:
কাপাসিয়ায় গতকাল বুধবার সকালে ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি এবং বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চাঁদপুর বাজারের ৬টি টিনশেড দোকান ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের্^র সীমানা প্রচীর ভেঙ্গে পড়ে এবং কয়েকটি শ্রেণী কক্ষ ক্ষতিগ্রস্থ হয়। চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিজাুনর রহমান মাষ্টার জানান, বেলা ১১টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড়ে চাঁদপুর বাজারের রাশেদুল, জাহাঙ্গীর ও সুকুঞ্জ চন্দ্র পালের কাপড়ের দোকান, জাকারিয়ার তেলের দোকান, আলামিন কাজীর মনোহরী, জীবন চন্দ শীলের সেলুন দোকান। বাজার সংলগ্ন সংকর চন্দ্র দাসের  বসত ঘর এবং চাদপুর স্কুলের দেয়াল ও শ্রেণী কক্ষের ক্ষয়- ক্ষতি হয়েছে।
অপর দিকে সিংহশ্রী ইউনিয়নের পশ্চিম বড়িবাড়ি গ্রামে বজ্রপাতে আশরাফুল আলম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সামসুদ্দিনের পুত্র এবং দুই সন্তানের জনক। সকালে বাড়ির পাশের বিলে মাছ ধরার জন্য গেলে বজ্রপাতের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে দ্রুত কাপাসিয়া উপজেলা শ্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।