Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

কাপাসিয়ায় ঈদের বাজারে নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

কাপাসিয় থেকে শামসুল হুদা লিটন ঃ
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কাপাসিয়া উপজেলার সর্বত্র জমে উঠেছে  ঈদের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে ঈদ মার্কেটে ক্রেতাদের ভীড় ততই বাড়েেছ। বিশেষ করে নারী ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। কাপাসিয়া উপজেলার বৃহত্তম ব্যবসা কেন্দ্র কাপাসিয়া বাজার,আমরাইদ বাজার,চাঁদপুর বাজার,টোক নয়ন বাজার,গিয়াসপুর বাজার,বারিষাব বাজার, চালার বাজার,আড়াল বাজারসহ বিভিন্ন ব্যবসা কেন্দ্র ও মার্কেট গুলিতে ক্রেতাদের ভীড় দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে কাপাসিয়া বাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনা-বেচা চলছে। এর মধ্যে কাপড়ের দোকানে ক্রেতাদের সবচেয়ে বেশী ভীড় দেখা যায়। কাপাসিয়া বাজারে আগত ক্রেতাদের মধ্যে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সংখ্যাই বেশী। কাপাসিয়া বাজারে নারী ক্রেতাদের সংখ্যা বেশী হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জনৈক ব্যবসায়ী জানান, কাপাসিয়া উপজেলার বিভিন্ন গ্রামের প্রচুর পুরুষ মানুষ প্রবাসে চাকুরী করে বিধায় মহিলারাই সংসারের যাবতীয় কেনা-কাটা করে থাকে। তবে মহিলা ক্রেতাদের জন্যে আলাদা কোন টয়লেট ও পয়ঃনিষ্কাশনের  ব্যবস্থা না থাকায় তাদের বিড়¤^নায় পড়তে হচ্ছে।
কাপাসিয়া বাজারে আগত এক ক্রেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কাপাসিয়া বাজারে অলি-গলিতে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান গড়ে উঠেছে। প্রত্যেক দোকানের সামনের অংশ বেদখল হয়ে গেছে।  এসব কারণে অলি-গলি হয়ে গেছে অনেক সরু। এ সরু গলি দিয়ে নারী-পুরুষের এক সাথে হাটা-চলা করা যাচ্ছে না। ঠাসা-ঠাসি ও ঠেলা-ঠেলি করে হাটতে গিয়ে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ সুযোগে পকেটমারের কবলে পড়তে হচ্ছে ক্রেতাদের। এ সব দেখার যেন কেউ নেই।