কাপাসিয়ার দু’গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা
তারেক রহমান ভূইয় া:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় সিংহশ্রীতে হাড়িয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’গ্রামকে(কুড়িয়াদী ও হাড়িয়াদি) বাল্য বিবাহ মুক্ত ঘোষনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১নং সিংহশ্রীর ইউনিয়ন পরিষদের সদস্য সখিনা খাতুন । প্রধান অতিথি ছিলেন ১নং সিংহশ্রীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সাখাওয়াত হোসেন ভূইয়া মানসুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, সি.এম.ই.এস এর জেন্ডার জাহাঙ্গীর আলম । উপস্থাপনাকরেন সি.এম.ই.এস এর প্রধান শিক্ষক প্রসেনজিত তনু প্রমুখ।
সাকাওয়াদ হোসেন ভূইয়া মানসুর কুড়িয়াদী ও হাড়িয়াদি দু’গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করে । বক্তারা বলেন, এই দুই গ্রামে বাল্য বিবাহ আর কোন দিন হবে না। সি.এম.ই.এস অনেক দিন কাজ করে জরিপ পেশ করে। উপস্থি জনতা নারী পুরুষ কিশোর কিশোরীরা দুহাত তুলে সপথ নেয় তারা বাল্য বিবাহর মুক্ত সোনার বাংলাদেশ গঠন করার।