Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮

কাঠালিয়ায় শ্রেণি কক্ষে পানি ও মাছ পাঠদান ব্যাহত

অগাষ্ট ৭, ২০১৬
ঝালকাঠি, প্রকৃতি, শিক্ষা
No Comment

jhalokathi_pic_07[1]
মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতাঃ একই শ্রেণি কক্ষে পাঠদান দেয়া হচ্ছে মাছ ও শিক্ষার্থীদের। পৃথিবীতে এমন কোথায়ও কি আছে যেখানে মাছও শিক্ষা গ্রহণ করে? শুনতে একুট অবাক হলেও আসলে মাছ শিক্ষাগ্রহণ করছে না। ক্লাশ চালাকালীন সময়ে জোয়ারের পানিতে মাছ ঢুকে পরেছে শ্রেণি কক্ষে। আর এ ঘটনা ঘটেছে ঝালকাঠির কাঠালিয়ার ২৯নং উত্তর বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান পলাশ জানান, বিদ্যালয়ের পাশ দিয়ে বড় খাল বয়ে যাওয়ায় আমাবশ্যা অথবা পূর্ণিমা হলেই জোয়ারের পানি শ্রেণি কক্ষে প্রবেশ করে। মাঝে মাঝে হাঁটু পর্যন্তও হয়। জোয়ারের পানিতে আসা বালু ও ময়লা আর্বজনা শ্রেণিকক্ষে ঢুকে পাঠদানের অনুপযোগী হয়ে পরে। বিকল্প কোন শ্রেণিকক্ষ না থাকায় কোমলমতি শিশুদের তাতেই পাঠদান দেয়া হয়। সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ আরো জানান, বর্ষার মৌসূমে প্রতি বছরই এধরণের ঘটনা ঘটে। তিন থেকে চার মাস প্রতিটি ক্লাশরুমে পানি প্রবেশ করে। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে পানি প্রবেশ করলে মাঝে মাঝে দাড়িয়ে দাড়িয়ে ক্লাশ করতে হয়। কোন মতে বই খাতা হাত থেকে ফসকে ফ্লোরে গেলে পানিতে ভিজে যায়। প্রধান শিক্ষক এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার নিম্নাঞ্চলে অমাবশ্যায় জোরের পানি প্রবেশ করে বিদ্যালয়ের মাঠ ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চেঁচরী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।