Pages

Categories

Search

আজ- সোমবার ২৭ মে ২০১৯

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা

1মোঃ রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ থেকে :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার আন্ত: বিভাগ ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বরত ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. সুব্রত কুমার দে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘শুধু প্রতিযোগিতার সময় নয়, সবসময়ই খেলা-ধূলা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, পরিচালক (অর্থ ও হিসাব)-এর দায়িত্ব পালন করায় আমি তোমাদের কথা দিচ্ছি খেলার সামগ্রি ক্রয় করতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার চেষ্টা করব।
প্রতিযোগিতার উদ্বোধনকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, রেজিস্ট্রারের দায়িত্বেরত কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর, বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষর্থীবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী প্রতিযোগিতায় প্রথমে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ও কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।