Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮

ইলিয়াস নিখোঁজের ৪৩ মাস আজ

নভেম্বর ১৮, ২০১৫
রাজনীতি, সিলেট
No Comment

ilias-ali.jpg1412508744943বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির প্রাক্তন সভাপতি ইলিয়াস আলী ‘নিখোঁজের’ ৪৩ মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার।

২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আলী। তারপর আজ অবধি তার কোনো খোঁজ মেলেনি।

এদিকে ইলিয়াস আলীর সঙ্গে থাকা তার গাড়িচালক আনসার আলীরও খোঁজ মেলেনি গত ৪৩ মাসে।

ইলিয়াস নিখোঁজের ৪৩ মাস পূর্ণ হওয়া উপলক্ষে তার সন্ধান কামনায় আজ বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। একইসঙ্গে ইলিয়াসের নিজ এলাকা সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপিও নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, কোরআন খতম প্রভৃতি।