ইজতেমা ময়দানে বিদেশি তাঁবুতে গ্যাস সংকট
নিজস্ব প্রতিদেক:
টঙ্গীর তুরাগ তীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের জমায়েত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার মাঠে বিদেশি অতিথিদের তাঁবুর অস্থায়ী রান্নাঘরে গ্যাসের সংকট রয়েছে বলে জানা গেছে।
ওই তাঁবুতে রান্নার জামাতের জিম্মাদার মো: নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে তাদের গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নায় সমস্যা হচ্ছে।
তিনি আরো বলেন, গত দুইদিন তেমন সমস্যা না হলেও শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে হঠাৎ চাপ কমে যায়। ফলে প্রায় হাজার হাজার বিদেশি মুসল্লিদের খাবার তৈরিতে সমস্যা হচ্ছে।
তিতাস গ্যাসের টঙ্গী (বিক্রয়) কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এমএইচএস