Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ইউপি নির্বাচনে নাটোরের বড়াইগ্রামে জামাই বনাম শ্বশুড় আর গুরুদাসপুরে বউ বনাম শ্বাশুড়ী

মে ২৫, ২০১৬
নাটোর, নির্বাচন
No Comment

100[1]
নাসিম উদ্দীন নাসিম, নাটোর প্রতিনিধি: চলমান ইউপি নির্বাচনে নাটোরের বড়াইগ্রামে জামাইয়ের সাথে শ্বশুড়ের এবং গুরুদাসপুরে বউয়ের সাথে শ্বাশুড়ীর ভোট যুদ্ধ হতে যাচ্ছে। আগামী ২৮ মে ৫ম ধাপে বড়াইগ্রাম উপজেলার সবক’টি ইউনিয়নেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় ব্যস্ত। এর মধ্যে বড়াইগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিপক্ষ হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন জামাই এবং শ্বশুড়। এই ওয়ার্ডের বর্তমান সদস্য শ্বশুড় নাজিমুদ্দিন ফুটবল মার্কা নিয়ে এবং প্রতিদ্বন্দ্বি হয়েছেন মোরক মার্কার প্রার্থী তারই জামাই সাইফুল ইসলামের। দু’জনই বিজয়ের ব্যাপারে আশাবাদী হয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এছাড়াও ৬ষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গুরুদাসপুরের সবক’টি ইউনিয়নে। এই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রার্থী হিসেবে বক মার্কা নিয়ে শ্বাশুড়ী সুফিয়া বেগম এবং হেলিকপ্টার মাকা নিয়ে তার বিরুদ্ধে ভোট যুদ্ধে নেমেছেন ভাতিজা বৌ লাভলী আক্তার। জামাই শ্বশুড় এবং বউ শ্বাশুড়ীর এই ভোট যুদ্ধ এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।