Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২২ নভেম্বর ২০১৮

আমিরকে এক চড়েই মিলবে একলক্ষ: শিবসেনা

নভেম্বর ২৬, ২০১৫
বিনোদন
No Comment

33747-dangalআমির কে চড় মারলেই মিলবে একলাখ টাকা। এমনই ঘোষণা শিবসেনার। আর তাতেই আমির বিতর্কে চড়ল নতুন রঙ।দিন দুয়েক আগেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির। এর পরই শুরু হয় বিতর্ক। কেউ তাঁকে সমর্থন জানিয়েছেন তো কেউ সওয়াল তুলেছেন তাঁর বিপক্ষে। তবে এবার সব মাত্রা ছাড়াল শিবসেনা। দঙ্গল ছবির শ্যুটিংয়ে আপাতত পঞ্জাবের লুধিয়ানায় রয়েছেন আমির।

শিবসেনার পঞ্জাবের সভাপতি রাজীব ট্যান্ডন জানান আমির কে যে চড় মারবে সেই সাহসী, দেশভক্ত ব্যক্তির জন্য পুরস্কার মিলবে এক লক্ষ টাকা।এজন্য আমির যে হোটেলে রয়েছেন তার সমস্ত কর্মী কিংবা শ্যুটিংয়ের গোটা ‘দঙ্গল’ যাতে এক লক্ষ টাকা পান তার সুযোগ দিচ্ছি। শুধুমাত্র রাজীব ট্যান্ডন নয় শিবসেনার তরফেও একই বিবৃতি জারি করা হয়েছে।

আমিরের হোটেলের বাইরেও বিক্ষোভ দেখিয়েছেন শিবসেনা কর্মীরা। বুধবারই আমির খান বলেন, একজন ভারতবাসী হিসেবে আমি গর্বিত। ভারত আমার দেশ। এ জন্য কারোর অনুমোদনের দরকার নেই। আমি বা আমার স্ত্রী কখনই দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবিনি।আমি আর কিরণ আমাদের বাকি জীবনটা এই সুন্দর দেশেই থাকতে চাই। এরপরও শিবসেনার এই ঘোষণা বিতর্কে নতুন মাত্রা যোগ করল।