Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদকের নান্দাইল প্রেসক্লাবে মত বিনিময়

এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা সদর থেকে প্রকাশিত  দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ সুলতান রায়হান ভুইঁয়া রিপন ২০শে আগস্ট সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এসময় কুলিয়াচর উপজেলার কর্মরত আমার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মহিলা সাংবাদিক শরীফুন্নেছা শুভ্রা’র উপর হামলার ঘটনায় নান্দাইল প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে সকল আসামীদের গ্রেফতার করার জন্য কিশোরগঞ্জের পুলিশ সুপার বরাবর জোর দাবী জানান। আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক প্রেসক্লাবে পৌছিলে তাকে স্বাগত জানান নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, আমার বাংলাদেশ পত্রিকার নান্দাইল প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, মোঃ শাহজাহান ফকির, সিংরইল ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক মোঃ আকরাম হোসেন, স্বজন কবি এন.ইউ আহম্মেদ প্রমুখ।