Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

আত্রাইয়ে বিজয় দিবস পালিত

ডিসেম্বর ১৬, ২০১৭
জাতীয়, নওগাঁ
No Comment

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম।
এসময় উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান,ওসি আত্রাই থানা মোঃ মোবারক হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা চৌধুরী,যুগ্ম-সম্পাদক বরুন কুমার সরকার,সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী।
এর আগে ভোর ৬.৩২ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,আত্রাই থানা,মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক সংগঠন ও বিভিন্ন দপ্তর সমুহ।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাধের নিয়ে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্যদেন সাবেক এমপি মোঃ ওহিদুর রহমান,উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা চৌধুরী,যুগ্ম-সম্পাদক বরুন কুমার সরকার,সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দুদু শাহ,কমান্ডার মোঃ আখতারুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক সুমন প্রমুখ।