Pages

Categories

Search

আজ- শনিবার ১৯ জানুয়ারি, ২০১৯

অবিরাম বর্ষনে পীরগঞ্জের নিন্মাঞ্চল প্লাবিত

অগাষ্ট ১১, ২০১৭
জনদুর্ভোগ, প্রকৃতি, রংপুর
No Comment


বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) : দেশের উত্তরাঞ্চলের গত ২ দিনের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে পীরগঞ্জের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে । সে সঙ্গে জন জীবনও হয়ে পড়েছে বিপর্যস্থ ।
পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বুধবার বিকাল থেকে পীরগঞ্জের সর্বত্রই অবিরাম বর্ষন চলছে । এ বর্ষনের সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা পানি । এর ফলে বিশেষ করে উপজেলার শানেরহাট, ভেন্ডাবাড়ী, পাচঁগাছি, বড়দরগাহ, চতরা ও টুকরিয়া ইউনিয়নের অপেক্ষাকৃত নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে । পানির নীচে তলিয়ে গেছে সহাস্রাধিক হেক্টর জমির আমন ক্ষেত । পাশাপাশি ওই এলাকা গুলির বেগুন, মরিচ, ও পটল ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে ।
এ সব ফসলের ক্ষতির পাশাপাশি জনজীবনেও এর যথেষ্ট প্রভাব পড়েছে । বিশেষ করে দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গুলো আয়ের পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেচে । তারা প্রতিকুল আবহাওয়ার কারনে বাহিরে কাজ করতে পারছে না । অনেটই অলস সময় কাটাচ্ছেন । আর এ পরিস্থিতি আরও ২/৩ দিন অব্যাাহত থাকলে ফসলের যেমন ব্যাপক ক্ষতি হবে, তেমনি মানুষের জীবন যাত্রাও হয়ে পড়বে অনেকটাই দুর্বিসহ ।