Pages

Categories

Search

আজ- সোমবার ২৭ মে ২০১৯

অপকর্ম থেকে দুরে থাকবো দুরে রাখবো — জিএমপি কমিশনার আনোয়ার হোসেন


গাজীপুর দর্পণ রিপোর্ট: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যতদিন থাকব- ততদিন সকল প্রকার অপকর্ম মুক্ত থাকবো, পাশাপাশি গাজীপুর জিএমপিকে অপকর্ম মুক্ত রাখবো। মাদক, জুয়া, অবৈধ রিসোর্টস, হোটেল ব্যবসা, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধে আমার পুলিশ টিম নিরলস ভাবে কাজ করে যাবে। অভিযোগ পুলিশ অথবা যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, কোন প্রকার ছাড় দেয়া হবেনা।
আজ বৃহ¯পতিবার সকালে পূবাইল মেট্রোপলিটন থানা প্রথম আকস্মিক পরিদর্শনে এসে পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার) পিপিএম(বার) সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। নবনিযুক্ত জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন গাজীপুর জিএমপির কমিশনার হিসেবে গত মঙ্গলবার যোগদান করেন। পূবাইল মেট্রোপলিটন থানা পরিদর্শনের সময় তার সাথে ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, ডিসি ক্রাইম শরিফুল হক, সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম(বিপিএম)। এসময় উপস্থিত ছিলেন পূবাইল থানার ওসি নাজমুল হক ভ‚ঁইয়া প্রমূখ ।